Barak Updates
শিলচরে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির বিজ্ঞানশিবির
ওয়েটুবরাক, ২২ জানুয়ারি : শনিবার শিলচরের গান্ধীভবনে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর পক্ষ থেকে একটি বিজ্ঞান শিবিরের আয়োজন করা হয়। সেখানে শিলচরের বিজ্ঞান মডেল ও শিলচরের বন্যা শীর্ষক পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে ১৬টি টিম মডেল নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করে। এছাড়াও পোস্টার প্রতিযোগিতায় বহু ছাত্ৰ-ছাত্ৰী অংশগ্ৰহণ করে। বিজ্ঞানের মডেল প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক ড. গুণাকর দাস, রসায়ন বিভাগের অধ্যাপক রাজশ্রী নাথ এবং জীববিজ্ঞানের অধ্যাপক ড. দেবাশিস ভট্টাচার্য। এছাড়াও বিজ্ঞান শিবিরে শিলচরের প্রলয়ঙ্করী বন্যার কারণ অনুসন্ধানে নির্মিত প্রতিবেদন তুলে ধরেন মার্চ ফর সায়েন্স, শিলচর চাপ্টার এর আশু পাল এবং তাকে সহায়তা করেন কৃষাণু ভট্টাচার্য। বিজ্ঞান শিবিরের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. সৌমিত্র ব্যানার্জি। তিনি পাঠ্যক্রমে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের অন্তর্ভুক্তির যৌক্তিকতা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি, ২০২০-এর সুপারিশগুলোতে দেশের শিক্ষা ব্যবস্থাতে অবৈজ্ঞানিক বিষয় অন্তৰ্ভুক্ত করার বিধান রয়েছে। বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার জন্য তিনি সবাইকে আহবান জানান। বিজ্ঞান শিবিরে শিলচরের দুটো সংস্থা যথাক্রমে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি ও হিউম্যান সায়েন্স ফোরামকে যুক্তিবাদী কাজে নিয়োজিত থাকার জন্য সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মরণোত্তর দেহদান ও অঙ্গদানে অঙ্গীকার করার জন্য কয়েকজনকে সংবর্ধনা করা হয়।