NE UpdatesHappeningsBreaking News
৭০টি সংগঠনের নতুন রাজনৈতিক দল ৩০ সেপ্টেম্বর
২২ সেপ্টেম্বর : মঙ্গলবার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ৭০টি সংগঠনের নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই আলোচনার পরই সিদ্ধান্ত হয়, আগামী ৩০ সেপ্টেম্বর এই ৭০টি সংগঠনের নতুন রাজনৈতিক দল গঠন করা হবে। অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদের সভাপতি তথা এই সম্মিলিত প্ল্যাটফর্মের অন্যতম নেতা রুবুল দাস। তিনি জানান, বিজেপি সরকারকে সমূলে উৎখাত করতে আঞ্চলিকতাবাদী প্রগতিশীল দল গঠন করার জন্য এই সভায় প্রস্তাব গ্রহণ করা হয়। ৭০টি সংগঠনের প্রতিনিধিদের সন্নিবিষ্ট করে আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্য পর্যায়ে একটি সমন্বয়ক কমিটি গঠন করা হবে। এই কমিটি দলের নাম ও আনুষঙ্গিক বিষয়গুলো ঘোষণা করবে।
তিনি আরও বলেন, যেহেতু বিজেপিকে প্রতিহত করার উদ্দেশ্যে এই রাজনৈতিক দলটি গঠন করা হবে, তাই আসামের জনগণ চাইলে আঞ্চলিকতাবাদী সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করা সম্ভব হবে। তিনি এও জানান, অসম জাতীয় পরিষদের সঙ্গে মিত্রতার ব্যাপারে এ দিন কোনও আলোচনা হয়নি। তবে রাজনৈতিক দল গঠনের পর এ সম্পর্কে আলোচনা করা হবে বলে তিনি জানান।