Barak Updates
৫ জুলাই থেকে শিলচরে বহুভাষিক সঙ্গীত মেলা
২৭ জুন : আগামী ৫, ৬ ও ৭ জুলাই ষষ্ঠবারের মতো বহুভাষিক সঙ্গীত মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিলচর গান্ধীভবনে এই সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা আশা প্রকাশ করে বলেছেন, এই সংগীত মেলায় অন্যবারের মতো এ বছরও ২০০ জনের মতো শিল্পী সংগীত পরিবেশন করবেন। বরাক উপত্যকায় বসবাস করা বিভিন্ন ভাষাগোষ্ঠীর শিল্পীরা গাইবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
সংগীত মেলার সাধারণ সম্পাদক স্বরূপ পুরকায়স্থ ও সাংস্কৃতিক সম্পাদক সন্দীপ আচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিবারের মতো এ বছরও মেলার তিনদিনই খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত। প্রসঙ্গত এই বহুভাষিক সঙ্গীত মেলা প্রথম আয়োজন করা হয়েছিল ২০১৪ সালে।