India & World UpdatesHappeningsSportsBreaking News

পঞ্চম দিনেও পদক জয় অব্যাহত ! প্যারা এশিয়ান গেমসে ইতিহাস ভারতের

ওয়েটুবরাক, ২৭ অক্টোবর : প্যারা এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত। প্রথম চার দিনেই  পদকের সংখ্যা ৮২, যা সর্বাধিক। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় প্যারা এশিয়াডে ৭২টি পদক পেয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল এ বার চিনে।

Rananuj

বৃহস্পতিবার ভারত জিতেছে ১৮টি পদক। তার মধ্যে তিনটি সোনা৷ সে দিনের শেষে ভারতের ৮২টি পদকের মধ্যে ১৮টি সোনা, ২৩টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ।

শুক্রবার এ পর্যন্ত জিতে নিয়েছে চারটি সোনা৷ প্যারা ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গল এসএল থ্রি-তে সোনা জিতেছেন প্রমোদ ভগত। পুরুষদের প্যারা ব্যাডমিন্টনে এসএল সিক্সে রুপো জিতেছেন নীতেশ। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন তিরন্দাজ রাকেশ কুমার ৷ প্যারা ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এসইউ ফাইভে সোনা জিতেছেন তুলসীমতি। পুরুষদের সিঙ্গলস প্যারা ব্যাডমিন্টনে এসএইচ সিক্সে রুপো জিতেছেন কৃষ্ণ নাগর। প্যারা অ্যাথলিট রামন শর্মা পুরুষদের ১৫০০ মিটার রেসে টি ৩৮-এ সোনা জিতেছেন। এ দিনের প্রথম পদকটি নিশ্চিত করেন প্যারা তিরন্দাজ শীতল দেবী। মহিলাদের কম্পাউন্ড ওপেন বিভাগে জেতেন সোনা।মহিলাদের ডিসকাস থ্রো-য় এফ৩৭/৩৮-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্মী। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-এ ব্রোঞ্জ জিতেছেন লক্ষিত। পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৫৪-তে রুপো জিতেছেন প্রদীপ কুমার। ব্রোঞ্জ জিতেছেন অভিষেক চামোলি।

ভারতের এই সাফল্যের জন্য  ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর। নিজের সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ”ভারতীয় প্যারা খেলোয়াড়রা এবার তাঁদের সেরা পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান গেমসে আগের ৭২টি পদকের রেকর্ড ভেঙে দিয়েছে। খেলা এখনও চলছে, নতুন রেকর্ড তৈরি হবে ও আগের রেকর্ড আমাদের খেলােয়াড়েরা ভেঙে দেব।”

পদক তালিকার শীর্ষে আয়োজক দেশ চিন। ১৫৭টি সোনা, ১২৮টি রুপো ও ১০৮টি ব্রোঞ্জ, অর্থাৎ, সব মিলিয়ে ৩৯৩টি পদক জিতেছে তারা। দ্বিতীয় স্থানে ইরান। তাদের পদক সংখ্যা ৯৬ (৩২টি সোনা, ৩৬টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ)। তিন নম্বরে রয়েছে জাপান। ১০৪টি পদক জিতেছে তারা (৩০টি সোনা, ৩৩টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ)। দক্ষিণ কোরিয়া রয়েছে চার নম্বরে। তাদের পদকের সংখ্যা ৬৮ (২০টি সোনা, ২১টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ)। পঞ্চম স্থানে উজবেকিস্তান। তাদের পদকের সংখ্যা ৬২ (২০টি সোনা, ১৯টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ)। তাইল্যান্ড ৭৫টি পদক (২০টি সোনা, ১৮টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ) নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। সপ্তম স্থানে ইন্দোনেশিয়া। তাদের পদকের সংখ্যা ৬২ (১৯টি সোনা, ১৭টি রুপো ও ২৬টি ব্রোঞ্জ)। মোট পদকের সংখ্যায় ভারত চার নম্বরে থাকলেও সোনা জয়ের নিরিখে আট নম্বরে রয়েছে তারা।

শনিবার দিনটি বাকি রয়েছে প্যারা এশিয়াডে। শেষ দু’দিনে ১৮টি পদক জিততে পারলেই ১০০ পদক হবে ভারতের। এশিয়ান গেমসে চলতি বছর ১০৭টি পদক জিতেছে ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker