Barak UpdatesHappeningsBreaking News
৩ কৃতী শিক্ষাব্রতীকে সম্মান জানাল উত্তরণ
ওয়ে টু বরাক, ২৬ ডিসেম্বর : উত্তরণ সংস্থার সপ্তদশ তম বার্ষিক শিক্ষক সম্মাননা এবং শিক্ষানুদান’ স্থানীয় সত্যম শিবম সুন্দরম (মালুগ্রাম, শিলচর) ভবনে রবিবার অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে তিন কৃতী অবসরপ্রাপ্ত শিক্ষাব্রতী মণীষা ভট্টাচার্য, কল্যাণী চৌধুরী এবং দিলীপ কুমার দে-কে সম্মাননা প্রদান করা হয়। সেইসঙ্গে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পরীক্ষায় ভালো ফল করার জন্যে আর্থিকভাবে অনগ্রসর, মেধাবী ৩ জন ছাত্র-ছাত্রীকে বার্ষিক অনুদান, শংসাপত্র দেওয়া হয় এবং ৮ জন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরীক্ষার শুল্ক ও একটি করে বই সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয়।
মালুগ্রাম অঞ্চলের প্রাচীন দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান সর্বোদয় বিদ্যালয়ের তিন জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা করা হয়। সংস্থার সদস্য পরিবারের কৃতী ছাত্রী বর্ষা ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এই সাফল্যে উৎফুল্লিত হয়ে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়।
সংস্থার সভানেত্রী প্রতিমা দাস পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এ দিনের সভায় সম্মানিত কৃতী শিক্ষাবিদেরা বর্তমান শিক্ষা-সমাজ ব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা-আবশ্যকতার ওপর বক্তব্য রাখেন এবং উত্তরণ সংস্থার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে অভিনন্দিত করেন।