NE UpdatesAnalytics

৩৫৫ স্কুল-জুনিয়র কলেজ প্রাদেশিকীকরণ রাজ্যে, ঘোষণা হিমন্তের

২ আগস্ট : অসম মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রাজ্যের ৩৫৫টি বিদ্যালয় ও জুনিয়র কলেজকে প্রাদেশিকীকরণ করা হচ্ছে। এর অধিসূচনা আগামী ১৫ আগস্ট প্রকাশিত হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ খবর জানিয়েছেন।

Rananuj

হিমন্ত জানান, এই ৩৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯৭টি হাইস্কুল, ৯টি হাইয়ার সেকেন্ডারি স্কুল ও ১৪৯টি জুনিয়র কলেজ বা সিনিয়র সেকেন্ডারিকে প্রাদেশিকীকরণ করা হবে। তিনি আরও জানান, মাধ্যমিক স্তরে ৩৩৫৯ জন শিক্ষককে ১৫ আগস্টের মধ্যে প্রাদেশিকীকরণ করা হবে। এর পাশাপাশি আগে প্রাদেশিকীকরণের সময় বাদ পড়া ও পরবর্তীতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করা ৬৯০ জন কলেজ শিক্ষকের চাকরিও ১৫ আগস্টের আগেই প্রাদেশিকীকৃত হবে।

তাছাড়া গত বছর প্রাদেশিকীকরণের আওতার বাইরে থাকা ৪১৪ জন শিক্ষককে এ বার প্রাদেশিকীকরণের আওতায় আনা হবে। একইভাবে জুনিয়র কলেজের ৯৭ জন শিক্ষককেও প্রাদেশিকীকৃত করা হবে। তিনি বলেন, এ বার নতুন করে ৩০টি কলেজ প্রাদেশিকীকৃত হচ্ছে। এই কলেজগুলোর জন্য নতুন করে মোট ২৪১ জনকে নিয়োগ করা হবে। ফলে পুরনো ও নতুন মিলিয়ে ৯৩১ জন কলেজ শিক্ষকের চাকরি প্রাদেশিকীকরণ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker