NE UpdatesHappeningsCulture
৩১ হাজার পেরেক দিয়ে সুশান্তের ছবি আঁকলেন আসামের শিল্পী
১৪ জুন : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১ বছর পূর্ণ হল। তাঁর মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি। বছর ঘুরতে অনেকেই অসময়ে তারা হারিয়ে যাওয়ায় শোকপ্রকাশ করছেন। তার মধ্য়েই মৃত্যুর ১ বছর পর ৩১ হাজার পেরেক দিয়ে সুশান্তের ছবি এঁকে অভিনেতাকে সম্মান জানালেন অসমের তরুণ শিল্পী সৌরভ মণ্ডল।
সুশান্তের ভক্ত সৌরভ জানিয়েছেন, ৮ দিন ৫ ঘণ্টা করে সময় লেগেছে তাঁর এই ছবি আঁকতে। প্লাই বোর্ডে পেরেক গেঁথে এই ছবিটি তৈরি করেছেন তিনি। সৌরভ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এম কম চূড়ান্ত বর্ষের ছাত্র। নিজের পড়াশোনার পাশাপাশি ছবি আকাতেও তাঁর ঝোঁক।
এর আগে মুখ দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ও ভুপেন হাজারিকার ছবি এঁকে সকলকে চমকে দিয়েছিলেন সৌরভ। স্রেফ ৭ মিনিট ৫৫ সেকেন্ডে এই দুই ছবি এঁকেছিলেন তিনি। ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নাম উঠেছে সৌরভের। পেয়েছেন শংসাপত্র ও মেডেলও। নিজের শিল্পের থিসিস লেখার জন্য ও গবেষণা প্রকাশ করার জন্য ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডাক পেয়েছেন সৌরভ মণ্ডল।