Barak UpdatesHappeningsBreaking News
৩০ জুনের পরিবর্তে ২৭ তারিখে বরাক বনধ বিডিএফের
ওয়েটুবরাক, ২৪ জুন : ৩০ জুনের পরিবর্তে আগামী ২৭ জুন, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি বনধ পালনের সিদ্ধান্ত নিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ।
শনিবার এক জরুরি সভায় বসে বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে পরামর্শ করে এই বনধকে এগিয়ে আনা হয়।
বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, যদিও নির্বাচন আয়োগের কাছে তাদের দলের পক্ষ থেকে আপত্তি পত্র পাঠানো হবে তবে যেহেতু বরাকের ৪২ লক্ষ লোক প্রত্যেকে এইভাবে আপত্তি জানাতে পারবেন না, তাই সবার প্রতিবাদ একযোগে নির্বাচন আয়োগের কাছে পৌঁছে দেবার জন্যই এই বনধের ডাক দেওয়া হয়েছে। এই ডিলিমিটেশন প্রস্তাব সারা বরাককে নাড়িয়ে দিয়েছে। এটি আমাদের অস্তিত্বের সঙ্কট। তাই দলমত নির্বিশেষে সমস্ত বরাকবাসীকে এই বনধ সফল করে নির্বাচন কমিশন তথা সরকারের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেবার আবেদন জানিয়েছেন তিনি।