NE UpdatesBarak UpdatesBreaking News
২ লক্ষ ৪১ হাজার পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে ভোটে দায়িত্ব
২১ মার্চ : আসামে আগামী ২৭ মার্চ থেকে তিনটি পর্যায়ে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই ভোটপর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কমিশন অসম পুলিশকে দায়িত্ব দিয়েছে।
অসম পুলিশের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের জোনাল ও সেক্টর পর্যায়ের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনটি পর্যায়ে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য মোট ২ লক্ষ ৪১ হাজার ২৬৯ জন পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বার নির্বাচনে মোট ৩৩ হাজার ৫৩০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে একজন করে সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকার পাশাপাশি মোট চারজনকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া তদারকি করার জন্য একজন করে জোনাল ও সেক্টর পর্যায়ের পুলিশ আধিকারিকের নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। জোনাল ও সেক্টর পর্যায়ে পুলিশ আধিকারিকের নেতৃত্বে থাকা পুলিশ ও নিরাপত্তা রক্ষীর এই দলটি বিধানসভা কেন্দ্রের ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি তদারকি করে প্রয়োজন অনুযায়ী গৃহীত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভোটকেন্দ্রে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সিআরপিএফ-এর সাহায্য নিতে পারবে। এছাড়াও স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রয়োজনে সেনা অথবা সিআরপিএফের সাহায্যও নিতে পারবে বলে জানিয়েছে সূত্রটি।