Barak UpdatesHappeningsBreaking News
২ জুলাই লায়ন্স ক্লাবের সেমিনার, আসছেন লাইফকোচ সৈকত
ওয়েটুবরাক, ১০ জুন : ক্যারিয়ার গাইডেন্সের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে, সুস্থ থাকার প্রয়োজনীয় টিপস দেওয়ার জন্য নানা প্রতিষ্ঠান রয়েছে৷ স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায়৷ এখন এই সবকটি বিষয়কে একসঙ্গে নিয়ে কাজ করছে ট্রান্স-মাইন্ড ইউনিভার্স৷ শিলচরের কিশোর-যুবা এবং প্রফেশনালরাও যাতে তাদের মনের নানা প্রশ্নের জবাব পেতে পারেন, জীবনগঠনের উপযুক্ত দিশা পেতে পারেন, সে জন্য উদ্যোগী হয়েছে লায়ন্স ক্লাব৷ ৩২২জি জেলার রিজিয়ন ৪-র জোন ৮ ও ৯ আগামী ২ জুলাই এ সংক্রান্ত সেমিনারের আয়োজন করেছে৷ তাতে নির্ধারিত বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ট্রান্স-মাইন্ড ইউনিভার্সের বিশেষজ্ঞ তথা লাইফকোচ সৈকত বন্দ্যোপাধ্যায়৷
সাংবাদিক সম্মেলন ডেকে লায়ন পারমিতা পাল, পার্থ আদিত্য, সব্যসাচী রুদ্রগুপ্ত, রীতা চক্রবর্তী, ইপ্সিতা দত্ত, নন্দিনী পুরকায়স্থ, সুমন পাটোয়া, মৌসুমী চৌধুরী, তাপস সাহা, অভিষেক চক্রবর্তী প্রমুখ বলেন, অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য একটি সেশন থাকবে৷ আরেকটি সেশন থাকবে প্রফেশনালদের জন্য৷ দুটি সেশনই হবে ২ জুলাই রাজীব ভবনের কনফারেন্স হলে৷ আগ্রহীদের তাদের সঙ্গে যোগাযোগ করে নাম নথিভুক্ত করাতে বলেছেন তাঁরা৷