Barak UpdatesHappeningsBreaking News
২৭ সেপ্টেম্বরের ভারত বনধ সফল করতে শিলচরেও প্রস্তুতি
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর : সংযুক্ত কৃষক মোর্চা আহূত আগামী ২৭ সেপ্টেম্বরের ভারত বনধ্ সফল করতে বামপন্থী ছাত্র, যুব, মহিলা সংগঠনের একটি যৌথ সভা এআইডিএসও’র উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলীর সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআইর দেবজিৎ গুপ্ত, সুপ্রিয় চৌধুরী, রাজেশ কুমার সরকার, এআইএসবি-র রমি বেগম চৌধুরী, এনআইএসএ-এর প্রজ্ঞা অন্বেষা, অভীক দাস, এআইওয়াইএলএর রাজু দেবনাথ, এআইডিএসও’র হিল্লোল ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস এবং এআইডিওয়াইও-র বিজিত কুমার সিংহ।
বক্তারা বলেন, দীৰ্ঘ ১০ মাস ধরে দেশের কৃষকরা ঐতিহাসিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন শুধু কৃষকের আন্দোলন হয়ে থাকেনি, কারণ এই আন্দোলনে ইতিমধ্যেই ছাত্র-যুব-মহিলা সংগঠনের প্রতিনিধিরা সরাসরি যুক্ত হয়েছেন। কর্পোরেটদের স্বার্থে বর্তমান কেন্দ্রীয় সরকার একের পর এক চরম জনবিরোধী আইন এনে দেশের ছাত্র যুব – মহিলা – শ্রমিক – কৃষকদের অধিকার কেড়ে নিচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন৷ বলেন, এর বিরুদ্ধেই আন্দোলন গড়ে উঠেছে। আগামী ২৭ সেপ্টেম্বর সংযুক্ত কৃষক মোর্চা তিনটি কৃষি বিল ও বিদ্যুৎ বিল, ২০২০ বাতিলের দাবিতে ভারত বনধের ডাক দিয়েছে৷ সভায় উপস্থিত সংগঠনগুলির প্রতিনিধিরা আগামী ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে যৌথভাবে পথসভা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি করা ও শহরে বনধের সমর্থনে যৌথ মিছিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়াও আগামী ২৭ সেপ্টেম্বরের ভারত বনধ্ কাছাড় জেলাতেও সফল করতে সবাইকে আহবান জানান তাঁরা।