Barak UpdatesHappeningsBreaking News
২৬ জানুয়ারির অনুষ্ঠানে শুধু দুই ডোজ ভ্যাকসিন দেওয়া নাগরিকরাই অংশ নিতে পারবেন
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : কোভিড প্রটোকল মেনে আগামী ২৬ জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ পতাকা তোলা হবে সকাল ৯টায়।
সাধারণতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বৃহস্পতিবার শিলচরে প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিডিসি রাজীব রায় সভায় পৌরোহিত্য করেন৷ আলোচনায় স্থির হয়, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর মাঠে বিভিন্ন সরকারি বিভাগের উদ্যোগে উন্নয়ন প্রকল্পগুলির প্রদর্শনী তুলে ধরে ট্যাবলো বের করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।
রাজীব রায় জানান, কোভিড বিধিমালার জন্য এ বছর রাজ্য সরকারের নির্দেশে কোনও খেলাধূলা, যোগাসন প্রতিযোগিতা এবং প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা সম্ভব হবে না। কার্যসূচিগুলিতে কেবল দুই ডোজ ভ্যাকসিন দেওয়া নাগরিকরাই অংশ নিতে পারবেন। ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরকেও তাদের ভ্যাকসিন নিতে হবে কোনও কার্যসূচিতে অংশগ্রহণ করতে চাইলে। এডিসি দীপক জিডুং সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিক সহ বেসরকারি সংগঠনগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় জানানো হয়, সাধারণতন্ত্র দিবস পালনের জন্য রাজ্য সরকারের কোনও নতুন এসওপি আসলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এবং তাও সর্বাবস্থায় মেনে চলতে হবে সবাইকে।