Barak UpdatesHappeningsBreaking News
২৫ সাফাইকর্মীকে গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সংবর্ধনা
ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর : পঁচিশ জন সক্রিয় সাফাই কর্মীকে সংবর্ধনা জানালো শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান। রবিবার সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাশ ৷ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত , সাংবাদিক-সমাজকর্মী সুজয় নাথ এবং শিলচর পুরসভার প্রজেক্ট অফিসার রাজীব চন্দ । প্রদীপ প্রজ্জ্বলন এবং বেদমন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সংগীত এবং গান্ধীজীর প্রিয় ভজন পরিবেশন করেন বেতারশিল্পী তথা গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক সম্পাদিকা কল্যাণী দাম।
সাধারণ সম্পাদক অশোক কুমার দেব অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। স্বাগত ভাষণ দেন সাংগঠনিক সম্পাদক শেখর পালচৌধুরী । ইয়ং মেন অর্গানাইজেশন এনজিও থেকে বক্তব্য রাখেন এবং সত্যেন্দ্র নাথ দত্তের মেথর কবিতাটি আবৃত্তি করে শোনান অরিন্দমি দেব । স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রতিষ্ঠানের সহ সভাপতি সুকল্পা দত্ত। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অতনু চৌধুরী, নীলিমা ভট্টাচার্য, রাজীব চন্দ, মিঠন বিশ্বাস এবং হরিদাস দত্ত ।
বক্তারা সাফাই কর্মীদের ভূয়সী প্রশংসা করেন ।সবাই বলেন, শীত-গ্রীষ্ম, ঠান্ডা-গরম, ঝড়-বৃষ্টি কোনও কিছু তোয়াক্কা না করে সাফাই কর্মীরা তাদের কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন৷ তাই সমাজের মানুষ বসবাস করতে পারছেন। গান্ধী শান্তি প্রতিষ্ঠান এই সকল সাফাই কর্মীদের সম্মান প্রদর্শন করে তাঁদের স্থান সমাজে কোনও অংশেই কম নয় বলে বার্তা দিয়েছে। বক্তারা আক্ষেপ ব্যক্ত করেন, বায়ু প্রদূষণ, জল প্রদূষণ, ভূমি প্রদূষণ একদিন এই সুন্দর পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেবে, তা জানা সত্ত্বেও অনেকেই পান-গুটকা খেয়ে যেখানে-সেখানে পিক ফেলেন, আবর্জনা ছোঁড়েন, প্লাস্টিক-পলিথিন নালায় ফেলে দেন। এইসব কু-অভ্যাস বদলাতে হবে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
সাফাই কর্মীদের গামছা দিয়ে বরণ করে তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মান৷ সঙ্গে উপহার স্বরূপ একটি কম্বল এবং মিষ্টির প্যাকেট৷ সাফাই কর্মীদের জন্য কম্বল এবং গামছা দিয়ে প্রতিষ্ঠানকে সাহায্য করেছেন অধ্যাপিকা নির্মালি বর্মণ।
অনুষ্ঠানকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ঊপালী পুরকায়স্থ এবং সদস্য লোকেশ সাহা, অমিত নাগ, মৃন্ময় রায়, শ্যামু যাদব, সৌম্যদীপ পালচৌধুরী, বাহার আহমেদ চৌধুরী প্রমুখ। সঙ্গীত শিল্পী সমর দেব দুইটি সঙ্গীত পরিবেশন করেন।
সবশেষে আবর্জনা মুক্ত পরিবেশ এবং স্বচ্ছ শিলচর গড়ে তুলতে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন।