Barak UpdatesHappeningsBreaking News
২৫ মার্চের মধ্যে প্রার্থীদের অপরাধ সংক্রান্ত তথ্য বিজ্ঞাপন দিয়ে জানানোর নির্দেশ
March 15, 2021
ওয়েটুবরাক, ১৩ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের অপরাধ সংক্রান্ত তথ্য বিজ্ঞাপন দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক ময়দানকে অপরাধ মুক্ত করতে নির্বাচন কমিশন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল তথা নির্দল প্রার্থীদের নিজস্ব অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ করার নির্দেশিকা জারি করা হয়েছে।
করিমগঞ্জ জেলা জনসংযোগ জানায়, প্রত্যেক প্রার্থীকে সি ওয়ান ফর্মেট পূর্ণ করতে হবে। প্রত্যেকটি দলকে সি টু ফর্মেট পূর্ণ করতে হবে। রিটার্নিং অফিসারদের সি থ্রি ফর্মেট পূর্ণ করতে হবে। সংশ্লিষ্ট রাজনৈতিক দল তাদের ওয়েবসাইটে প্রার্থীদের অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। এছাড়া প্রার্থীর পক্ষে নিজে তথা রাজনৈতিক দলের পক্ষ থেকে অপরাধ সংক্রান্ত তথ্য বিস্তৃত প্রচারের জন্য সংবাদ পত্রে এবং বৈদ্যুতিক মাধ্যমে প্রকাশ করতে হবে।
এদিকে, প্রত্যেক রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের ২২ থেকে ২৫ মার্চের মধ্যে পত্রিকা ও টিভি চ্যানেল গুলোতে বিজ্ঞাপন দিয়ে অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে। আর রাজনৈতিক দল গুলোর নিজস্ব ওয়েবসাইটেও দলীয় প্রার্থীর অপরাধ সংক্রান্ত তথ্য তুলে ধরতে হবে। কমিশনের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলার নির্বাচনী আধিকারিক জেলার পাঁচটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ সব প্রার্থীকে তাদের অপরাধ সংক্রান্ত সব তথ্য নির্দিষ্ট ফরমে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন।