Barak UpdatesCultureBreaking News

২৫ থেকে ২৯ এপ্রিল, শিলচরে রবীন্দ্রসঙ্গীত ও বেদ গানের কর্মশালা

১ মে কর্মশালা ভিত্তিক প্রযোজনা

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল : পাঁচ দিনের রবীন্দ্রসঙ্গীত ও বেদগানের কর্মশালা আয়োজিত হচ্ছে শিলচরে। শহরের দুই তরুণ শিল্পী ও সংস্কৃতিকর্মী দেবর্ষি রায়চৌধুরী ও বিশ্বরাজ ভট্টাচার্য এর মূল উদ্যোক্তা। আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল, স্থানীয় ইলোরা হেরিটেজ হলে হবে ‘সুমনা দেব চৌধুরী স্মৃতি রবীন্দ্রসঙ্গীত ও বেদগানের কর্মশালা’টি। ১ মে রবিবার সন্ধ্যায় একই হলে থাকবে প্রশিক্ষার্থীদের নিজস্ব প্রযোজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জানিয়েছেন দেবর্ষি ও বিশ্বরাজ।

তাঁরা আরও জানান, ২৫ তারিখ বিকেল সাড়ে ৩টা থেকে কর্মশালা শুরু হবে। প্রশিক্ষকরা হলেন উত্তর-পূর্বের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাঞ্চালী ধর, বিশ্বজিৎ রায়চৌধুরী ও বাচিক শিল্পী মনোজ দেব। আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক দেবাশিস দাস ও কবি-প্রাবন্ধিক অমিতাভ দেবচৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker