Barak UpdatesHappeningsBreaking News

২৫তম বিবাহবার্ষিকীতে সাফাইকর্মীদের সম্মান, ত্রাণ দেবেন দত্তরায়

১ মে: আগামী ২ মে রূপম সভাপতি, আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়ের ২৫-তম বিবাহবার্ষিকী। এই উপলক্ষে তিনি রূপম সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে সাফাইকর্মীদের  করোনাযোদ্ধা হিসাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ দেবেন ত্রাণসামগ্রী, মাস্কও৷

Rananuj

রূপম সূত্রে জানা গিয়েছে, তাঁরা সকাল ১১টায় প্রথমে শিলচর সিভিল হাসপাতাল যাবেন৷ এরপর রেডক্রস ও নারী শিক্ষা আশ্রমে গিয়ে তাদের সাফাইকর্মীদের সংবর্ধনা জানাবেন৷ শেষে দুপুর দেড়টায় রূপম সংস্থার সামনে শিলচর মিউনিসিপ্যালিটির কর্মচারীদের সম্মান জানানো হবে৷

প্রদীপবাবু বলেন, এক ভয়াবহ পরিবেশ বিশ্বজুড়ে৷ সরকারি নির্দেশে মানুষ ঘরবন্দি৷ এই সময়েও সাফাইকর্মীরা ঝুঁকি নিয়ে নিজেদের কাজ করে চলেছেন৷ তারা কাজ না করলে অবস্থা কবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত৷ তাই তাঁদের তিনি করোনাযোদ্ধা বলেই অভিহিত করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker