NE UpdatesHappeningsBreaking News

২৪ ঘণ্টার মধ্যে ২ এনকাউন্টার ! পুলিশের গুলিতে জখম যোগেন গগৈ

ওয়েটুবরাক, ৩০ জুলাই : ২৪ ঘণ্টায় দুটি এনকাউন্টারের ঘটনা ঘটল অসমে৷ জুমন বরার পর পুলিশের গুলিতে জখম হলেন যোগেন গগৈ৷  দুই বছর আগে আত্মসমর্পণ করলেও এখনও সে  আলফা-র নামে অর্থসংগ্রহ অব্যাহত রেখেছে বলে অভিযোগ পুলিশের৷
তারা জানান, তিনসুকিয়া, ডিব্রুগড় প্রভৃতি অঞ্চলে আলফার নামে চাঁদা তুলছিল প্রাক্তন জঙ্গি যোগেন গগৈ৷ খবর পেয়ে শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে৷ পরে তদন্তের প্রয়োজনে  অন্যত্র নিয়ে যাওয়া হলে চরাইদেও জেলার বরহাটে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে৷ পুলিশ তখন গুলিবিদ্ধ করে তার গতিরোধ করে৷ যোগেন এখন ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker