India & World UpdatesHappeningsBreaking News
২৪ ঘণ্টার মধ্যেই চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-৩
বেঙ্গালুরু, ৫ আগস্ট ঃ শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ হয়েছে ২২ দিন হতে চলল। এবার চাঁদের আরও কাছে পৌঁছে গেল সে। দু’দিন আগেই পৃথিবীর অভিকর্ষজ বলের নাগপাশ কাটিয়ে চাঁদের রাস্তায় পাড়ি দিয়েছিল ইসরোর মহাকাশযান। এবার পরবর্তী পদক্ষেপ আর তা হল চাঁদের কক্ষপথে ঢুকে পড়া।
আগামী ২৪ ঘণ্টায় বেঙ্গালুরুর টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্কের সাহায্যে জটিল প্রক্রিয়ায় চন্দ্রযান মডিউলকে চাঁদের কক্ষপথে বসানো হবে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়ার নাম লুনার অরবিট ইনসারশন। এরপরে চাঁদের অভিকর্ষজ বলের আওতায় চলে আসবে চন্দ্রযান-৩। প্রথমে উপবৃত্তাকারে চাঁদকে প্রদক্ষিণ করবে সেটি। এভাবে কয়েকবার প্রদক্ষিণ করতে করতে ক্রমশ চন্দ্রপৃষ্ঠের কাছে যাবে। দূরত্ব যখন ১০০ কিমি সে সময় কক্ষপথ আর উপবৃত্তাকার থাকবে না, বৃত্তাকার হয়ে যাবে। অবশেষে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩।