India & World UpdatesHappeningsBreaking News
২৩ জুন নিট পরীক্ষা ১৫৬৩ প্রার্থীর
ওয়েটুবরাক, ১৫ জুন : ন্যাশনাল টেস্টিং এজেন্সি মেডিকেল স্টাডিজ বা নিটের জন্য ফের ১,৫৬৩ জন প্রার্থীর জাতীয় প্রবেশিকা পরীক্ষা নেবে। পরীক্ষাটি হবে আগামী ২৩ জুন। পরীক্ষার সময় নষ্ট হওয়ার জন্য ‘গ্রেস মার্কস’ পাওয়া এই প্রার্থীদের কাছে এখন দুটি বিকল্প আছে। হয় তাঁদের গ্রেস মার্ক ছাড়াই নিটে প্রাপ্ত নম্বর মেনে নিতে হবে। অথবা, নতুন করে ২৩ জুন পরীক্ষায় বসতে হবে। এই ব্যাপারে এনটিএ জানিয়েছে, ‘যে ছয়টি শহরে আগের পরীক্ষা হয়েছিল, নতুন পরীক্ষাটিও সেই একই শহরে হবে। তবে, কেন্দ্রগুলো আলাদা হবে।’
প্রসঙ্গত, ৫ মে পরীক্ষার পরে, পঞ্জাব ও হরিয়ানার অনেক পরীক্ষার্থী, দিল্লি এবং ছত্তিশগড়ের হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন যে, পরীক্ষা সম্পূর্ণ করার জন্য তাঁদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। ছত্তিশগড়ের দুটি এবং মেঘালয়, সুরাট, হরিয়ানার বাহাদুরগড় এবং চণ্ডীগড়ে একটি করে পরীক্ষা হলে দেরিতে পরীক্ষা শুরু হয়েছিল। এই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য এনটিএ একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করে। কমিটি ছাত্রদের অভিযোগের সারবত্তা খুঁজে পায়। তার প্রেক্ষিতে নষ্ট হওয়া সময়ের জন্য ক্ষতিগ্রস্ত প্রার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ দেয় তদন্ত কমিটি। সেই পরামর্শের ভিত্তিতে এনটিএ ১,৫৬৩ প্রার্থীকে গ্রেস মার্কস দিয়েছে। তাতে ছয় জন ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছে। তারা সর্বভারতীয় নিট পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছে। এই ফলাফল জানার পরে বেশ কিছু ছাত্র, অভিভাবক, কোচিং সেন্টারের কর্তা, স্বেচ্ছাসেবী এনটিএ এবং সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করে যে, সময় কম পাওয়ার সমস্যা মোকাবিলা করতে যেভাবে গ্রেস নম্বর দেওয়া হয়েছে, সেটা ঠিক হয়নি। পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। তার জেরে এনটিএ জানিয়েছে যে, ফের এই প্রবেশিকা পরীক্ষা হবে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট গোটা ঘটনায় এনটিএর কাছে রিপোর্ট তলব করেছে।