Barak UpdatesHappeningsBreaking News
২৩ জানুয়ারি নেতাজির নবনির্মিত মূর্তির স্থাপনা, এর আগে রবিবার ভূমিপূজন
ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর: শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি বর্তমানে রয়েছে, একে সরিয়ে নতুন মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দুই বছর আগে ‘নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি’ গঠন করে ওই লক্ষ্যে কাজ শুরু হয়। এখন তা সমাপ্তির পথে।
কমিটির আহ্বায়ক তথা বিধায়ক চক্রবর্তী জানান, আগামী ২৩ জানুয়ারি নবনির্মিত মূর্তি রাঙ্গিরখাড়িতে প্রতিস্থাপিত হবে। এর আগে আগামী রবিবার ওই জায়গায় ভূমিপূজনের আয়োজন করা হয়েছে। ভূমিপূজন করে একইদিনে দুটি বড় কাজ করা হবে। ওই দিন পুরনো নেতাজি মূর্তি সরিয়ে নেওয়া হবে। অস্থায়ী হলেও বেদী নির্মাণ করে ওই মূর্তি গান্ধী পার্কে রাখা হবে। দ্বিতীয়ত, সেদিনই নতুন রোটারি নির্মাণের কাজ শুরু করার জন্য পুরনো রোটারি ভাঙার কাজ শুরু হবে।
দীপায়ন রবিবারের কর্মসূচি প্রত্যক্ষ করার জন্য শিলচরের জনতাকে আমন্ত্রণ ও অনুরোধ জানিয়েছেন। সাড়ে ৯ ফুট উঁচু পদতলের ওপর ১০ ফুট উঁচু বিশাল এই মূর্তি উন্মোচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করবেন। তাতে তিনি সম্মত হবেন বলেই আশা করছেন কমিটির কর্মকর্তারা। আহ্বায়ক চক্রবর্তীর অনুরোধ, সেদিন বিশাল জনতার সমাবেশ করতে হবে।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এইসব তথ্য প্রকাশের আগে কমিটি এক বর্ধিত সভায় মিলিত হয়। সেখানে দীপায়ন ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, নীহাররঞ্জন পাল, অংশুকুমার রায়, অসিত দত্ত, বিশ্বনাথ ভট্টাচার্য ও মূলচাঁদ বৈদ।
দীপায়ন জানান, নতুন মূর্তি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। আর সেই মূর্তি বসানোর জন্য রোটারি নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ করবেন ইঞ্জিনিয়ার সৌগত সোম। ইঞ্জিনিয়ার সোম এদিন প্রজেক্টরের সাহায্যে প্রকল্পটি সকলের সামনে উপস্থাপন করেন এবং নানা প্রশ্নের জবাব দেন। কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত আর্থিক প্রতিবেদন পেশ করেন। শুরুতে নীহাররঞ্জন পাল স্বাগত ভাষণ দেন। শেষে ধন্যবাদ জানান শতদল ভট্টাচার্য।