Barak UpdatesHappeningsBreaking News
২১ জুলাই বিকালে ভাষাশহিদ স্মরণে শিলচরে পদযাত্রা
ওয়েটুবরাক, ১৯ জুলাই : আগামী ২১ জুলাই মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে ও ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে ভাষা আইন সুরক্ষা সমিতির আহ্বানে শিলচরের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার সূচনা হবে বিকাল পাঁচটায়, শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত ভাষাশহিদ বেদীর পাদদেশ থেকে এবং সমাপ্তি ঘটবে শিলংপট্টির শহিদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশে।
এই পদযাত্রায় সামিল হতে সবাইকে আহবান জানিয়েছেন ভাষা আইন সুরক্ষা সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, সহ সভাপতি সাধন পুরকায়স্হ, কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, শিলচর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী তমালকান্তি বণিক প্রমুখ৷