Barak UpdatesHappeningsBreaking News

২০ টাকায় চক্ষু পরীক্ষা? সম্ভব, বললেন এইচকে চৌধুরী

ওয়েটুবরাক, ১৫ আগস্ট : শুধুই ২০ টাকা৷ তা জমা দিয়ে রেজিস্ট্রেশন করালেই চক্ষু পরীক্ষা করবেন বিশেষজ্ঞরা৷ তাও আধুনিকতর যন্ত্রপাতিতে৷

শিলচরের টেনিস ক্লাব চত্বরে আজ স্বাধীনতা দিবসে উদ্বোধন হল চৌধুরী আই ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারের ‘কমিউনিটি আই কেয়ার সার্ভিস সেন্টার’৷  ফিতা কেটে এ দিন এর উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. বিমলজ্যোতি দেব শিকদার, সাময়িক প্রসঙ্গের স্বত্বাধিকারী তৈমুর রাজা চৌধুরী ও চৌধুরী আই ক্লিনিকের কর্ণধার ডা. এইচকে চৌধুরী৷

পরে টেনিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ডা. চৌধুরী জানান, এ আসলে চৌধুরী আই ক্লিনিকের ৭৫ বছর পূর্তির বিশেষ প্রকল্প৷ ১৯৪৬ সালে তাঁর পিতা নরসিংটোলায় চৌধুরী আই ক্লিনিকের সূচনা করেছিলেন৷ সেখান থেকে আজ তা  শিলংপট্টির ১৭ হাজার বর্গফুটের হাসপাতালে পরিণত হয়েছে৷

৭৫ বছর পর আজ রবিবার তা টেনিস ক্লাব কমপ্লেক্স পর্যন্ত সম্প্রসারিত হল৷ ডা. এইচকে চৌধুরী আশ্বস্ত করেন, ২০ টাকা দিয়ে দেখালেও বিশেষজ্ঞরাই সেখানে বসবেন৷ শুধু চক্ষু পরীক্ষাই নয়, ওখানে দেখানোর পর যাদের অপারেশনের প্রয়োজন পড়বে, ৫০ শতাংশ রেহাইমূল্যে তাদের অপারেশন করানো হবে৷ প্রতিদিন সকাল ১০টায় রেজিস্ট্রেশন শুরু হবে৷

বিমলজ্যোতি দেব শিকদার, তৈমুর রাজা চৌধুরী এবং যুগশঙ্খ গোষ্ঠীর চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ পৌরোহিত্য করেন টেনিস ক্লাবের সভাপতি মহাবীর প্রসাদ জৈন৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. হিমাদ্রী চৌধুরী৷ সঞ্চালনায় ছিলেন ডা. হৈমন্তী চৌধুরী৷ প্রসঙ্গত, ঠাকুরদার পদাঙ্ক অনুসরণ করে বাবা এইচকে চৌধুরী যেমন চক্ষু বিশেষজ্ঞ হয়েছেন, তেমনি হৈমন্তী-হিমাদ্রীও ওই ধারা অব্যাহত রেখেছেন৷ তাঁরাও নিয়মিত কমিউনিটি সার্ভিস সেন্টারে রোগী দেখবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker