NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings
২০২৪ সালের মধ্যে উত্তর-পূর্বের সব রাজধানী জুড়বে রেল নেটওয়ার্কে, দাবি জিএমের
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : আগামী ২০২৪ সালের মধ্যে উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের রাজধানীতে রেলসেবা সম্প্রসারিত হবে৷ পাশাপাশি অন্যান্য উন্নয়ন প্রকল্পও হাতে নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল৷ কাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মিটে মিলিত হয়ে এই দাবি করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা৷ তিনি জানান, এই অঞ্চলে রেলসংযোগ দ্রুততর করার লক্ষ্যে হায়ার ডেনসিটি নেটওয়ার্কের জন্য বিভিন্ন জায়গা ডাবল লেন করা হবে৷ এর পাশাপাশি বৈদ্যুতিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, উত্তরপূর্বে রেলের একশো শতাংশ রুটের বৈদ্যুতিকীকরণ করা হবে৷
এ ছাড়া, বিদ্যুতের বর্তমান ঘাটতি মেটাতে বেশ কিছু স্টেশনে সোলার প্যানেল বসানো হয়েছে৷ হয়েছে ওয়াই-ফাই সংযুক্তিকরণ, জানান জেনারেল ম্যানেজার গুপ্তা৷