NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
২০২০-র জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবি ডিএসও-র গুয়াহাটি অভিবর্তনে
ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : জাতীয় শিক্ষা নীতি, ২০২০ সম্পূৰ্ণরূপে বাতিল করা ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে আজ অল ইন্ডিয়া ডিএসও’র উদ্যোগে গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে উত্তর-পূৰ্বাঞ্চলীয় ছাত্ৰ অভিবর্তন অনুষ্ঠিত হয়।
অভিবর্তনে এ আই ডি এস ও’র সৰ্বভারতীয় সভাপতি ভিএন রাজশেখর সমগ্ৰ দেশজুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে এ আই ডি এস ও’র নেতৃত্বে গড়ে উঠা আন্দোলন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন। সংগঠনের সৰ্বভারতীয় সহ-সভাপতি প্রোজ্জ্বল দেবের সভাপতিত্বে পরিচালিত অভিবৰ্তনে মূল প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের আসাম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগু। এছাড়াও জাতীয় শিক্ষানীতি’ ২০২০-র বিভিন্ন শিক্ষা বিরোধী দিক তুলে ধরে বক্তব্য রাখেন গুয়াহাটি কমার্স কলেজের প্ৰাক্তন অধ্যক্ষ ড. ঘনশ্যাম নাথ, মেঘালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ান্ডেল পাসা, আসামের দুধনৈ কলেজের প্ৰাক্তন অধ্যাপিকা চন্দ্ৰলেখা দাস, মণিপুরের টি রামেশ্বর সিং, নেহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শ্ৰীকান্ত সহ বিশিষ্ট শিক্ষাবিদেরা। আসাম বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য ড. তপোধীর ভট্টাচাৰ্য অভিবর্তনে প্রদান করা অডিও বাৰ্তা শোনানো হয়। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের প্ৰতিনিধি সহ বিভিন্ন রাজ্যের ছাত্ৰ প্ৰতিনিধিরা বক্তব্য পেশ করেন। তারা ছাত্ৰ বিরোধী জাতীয় শিক্ষা নীতি ২০২০-র বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক ছাত্ৰ আন্দোলন গড়ে তোলার প্ৰতিশ্ৰুতি প্ৰদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ বলেন, ধৰ্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্ৰিক ও সাৰ্বজনীন শিক্ষাকে ধ্বংস করতে দেশের কেন্দ্ৰ ও রাজ্য সরকারগুলো বৃহৎ আক্ৰমণ নামিয়ে এনেছে। তিনি দেশজুড়ে ছাত্ৰ আন্দোলন গড়ে তুলতে এআইডিএসও কে শক্তিশালী করতে আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, উত্তর-পূৰ্বাঞ্চলের শৈক্ষিক সমস্যা সমাধানে সঠিক দৃষ্টিভঙ্গি ও আদর্শের ভিত্তিতে উপস্থিত প্ৰতিনিধিরা ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষার জন্য এগিয়ে আসবেন। সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে ও জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিলের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।