NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
২০০ জনকে শীতবস্ত্র দিলো রাধারমণ আশ্রম কমিটি
১৭ জানুয়ারি: করোনা বিধি মেনে টানা দশ মাস দুয়ার খোলেনি বারইগ্রাম রাধারমন আশ্রমের৷ কিন্তু ভিতরে পূজাপার্বণের সঙ্গে ৪০ জনের নিয়মিত সেবা, স্বাস্থ্য পরিষেবা চলেছে৷ এ ছাড়াও আশ্রমের ভক্তরা বারইগ্রাম সহ বরাকের বিভিন্ন স্থানে, এমনকী ত্রিপুরাতেও করোনা সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবা অব্যাহত রেখেছেন৷ ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বাইরে থাকা পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। পূজায় মানুষ যাতে নতুন কাপড় পরে তার জন্য তিনশত জনের অধিক শিশু, নারী, পুরুষকে নতুন বস্ত্র দেওয়া হয়। দৃষ্টিহীন শিল্পীদেরও বিশেষ সহযোগিতা করে বারইগ্রামের শ্রীশ্রী গোপাল জিউ শ্রীশ্রী রাধাবিনোধ জিউ ও প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ আশ্রম পরিচালনা কমিটি ।
সেই ধারা বজায় রেখে শীতের মরশুমে বারইগ্রামের বিভিন্ন এলাকার দুই শতাধিক পুরুষ-মহিলাকে কম্বল ও গরম জামা দেওয়া হয়। এদিনের শীত বস্ত্র বিতরণের সূচনা করেন আশ্রমের পূজারী কানাই বাবাজি৷ ছিলেন আশ্রম পরিচালন সমিতির সম্পাদক তরুণ চৌধুরী, সহ-সভাপতি সত্য রায়, রঞ্জিত দাস, বাদল পাল, রঞ্জিত রায়, আলোক রায়, নারায়ন পাল, প্রচারক কার্তিক পাল, জন্টু সাহা, করুণা পাল, রঞ্জু দেব নাথ, দীপা রায়, সম্রাট রায়, মিঠুন দাস, বিষ্ণুপদ রায় প্রমুখ ।