India & World UpdatesHappeningsBreaking News
২০০০ টাকার নোট বাতিল, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলানোর সুযোগ
ওয়েটুবরাক, ১৯ মে : বাজার থেকে দুই হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই নোট বদলে নেওয়া বা জমা দেওয়ার সুযোগ থাকবে।
শুক্রবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ব্যাংকগুলোতে নোট বদলের কার্যক্রম শুরু হবে৷ একবারে একজন গ্রাহক ২০ হাজার টাকার সমপরিমাণ ২০০০ হাজার টাকার নোট বদলে নিতে পারবেন।
এই নোট তুলে নেওয়ার কারণ হিসেবে আরবিআই বলেছে, এটি খুব বেশি ব্যবহার করা হচ্ছিল না। অন্য নোট পর্যাপ্ত পরিমাণে থাকায় তা দেশের মুদ্রা বিনিময়ের চাহিদা মেটাতে পারছে।
আরবিআই জানিয়েছে, যাদের কাছে ২০০০ টাকার নোট আছে, সেগুলো আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের ১৯টি আঞ্চলিক কার্যালয়ের পাশাপাশি অন্যান্য ব্যাংক শাখায়ও তা বদল করা যাবে।