NE UpdatesHappeningsAnalytics
১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে মেঘালয়
২৭ আগস্ট : সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে মেঘালয়। কোভিড সংক্রমণের হার কিছুটা কমে আসার প্রেক্ষিতেই মেঘালয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হয়েছে ক্যাবিনেট বৈঠক। এই বৈঠকে কোভিড সংক্রমণ বর্তমানে কিছুটা হ্রাস পাওয়ার জন্য পর্যটন ক্ষেত্র ও স্কুল-কলেজ ১ সেপ্টেম্বর থেকে খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সংবাদ মাধ্যমকে জানান, ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে পর্যটন স্থল ও স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। তিনি বলেন, যারা ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য ১ সেপ্টেম্বর থেকে মেঘালয় ভ্রমণের অনুমতি রয়েছে। তবে যারা ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন বা নেননি, তাদের ৭২ ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
মেঘালয়ে যেসব পর্যটক আসবেন তাদের অন্তত এক রাত হোটেল, গেস্ট হাউস ইত্যাদি বুক করতে হবে এবং তাদের সম্পূর্ণ যাত্রার বিবরণ দিতে হবে। সাংমা আরও বলেন, গ্রাম ও শহর এলাকায় নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু করা হবে। শহরাঞ্চলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাস এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ভিজিট করার সুযোগ থাকবে। অন্যদিকে গ্রামাঞ্চলে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুল পরিদর্শন করা যাবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা থাকবে।