NE UpdatesAnalyticsBreaking News
১ লক্ষ ছোটখাটো মামলা তুলে নেওয়া হবে, ঘোষণা হিমন্তের
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৫ আগস্ট : বিচারাধীন ছোটখাটো ১ লক্ষ মামলা তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার ছোটখাটো মামলাগুলো এ বার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট সংক্রান্ত যে মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে, সেগুলো তুলে নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে রাজ্যে ৪ লক্ষ বকেয়া মামলা রয়েছে। ১ লক্ষ মামলা তুলে নেওয়ার ফলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটা কমবে। এর ফলে ধর্ষণ বা খুনের মতো মারাত্মক অপরাধে বাড়তি গুরুত্ব দেওয়া সম্ভব হবে।
এ দিন মুখ্যমন্ত্রী দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিও তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজ্যের ১ হাজার যুবককে আন্দামানের সেলুলার জেলে সরকারের তরফে পাঠানো হবে। তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রামীরা দেশের নাগরিকদের মুক্ত করতে নিজেদের স্বার্থত্যাগ করেছেন। আমরা চিরকাল তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব। আমরা ১ হাজার যুবককে আন্দামানের সেলুলার জেলে শিক্ষামূলক ভ্রমণের জন্য পাঠাব, যাতে তারা স্বাধীনতা সংগ্রামীদের জীবন থেকে অনুপ্রাণিত হতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আসামকে তিনি দেশের সেরা রাজ্য হিসেবে তুলে ধরবেন। রাজ্যের সাধারণ মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্যবিমা সুনিশ্চিত করার কথাও বলেন তিনি। হিমন্ত জানিয়েছেন, আয়ুষ্মান ভারত রাজ্যের বর্ধিত ৫৮ লক্ষ মানুষকে সহায়তা করবে। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বরে রাজ্যে অতিরিক্ত ১০ হাজার নিয়োগ করা হবে। গোটা দেশের মধ্যে আসামই প্রথম রাজ্য, যেখানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।