India & World UpdatesAnalyticsBreaking News
১ ও ৫ ডিসেম্বর গুজরাটে ভোট, ফলাফল ৮ ডিসেম্বর
৩ নভেম্বর : গুজরাট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে কমিশন জানিয়েছে, ১ ও ৫ ডিসেম্বর দুদফায় এই নির্বাচন হবে। তবে হিমাচল প্রদেশের সঙ্গেই ৮ ডিসেম্বর ভেটের ফল ঘোষণা করা হবে।
এ দিন ভোটের দিন ঘোষণা করতে দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করার আগে আবহাওয়ার বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার এ দিন গুজরাট বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে জানিয়েছেন, দুই দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন যথাক্রমে ১৪ ও ১৭ নভেম্বর। প্রথম দফায় নির্বাচন হবে ৮৯টি আসনে। আর দ্বিতীয় দফায় নির্বাচন হবে ৯৩টি আসনে। ৮ ডিসেম্বর একইসঙ্গে ১৮২টি আসনের ভোটগণনা করা হবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে ১০ ডিসেম্বর।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানিয়েছেন, প্রত্যেকটি আসনের জন্য ন্যূনতম ভোটার সংখ্যা নির্দিষ্ট করে পোলিং বুথ তৈরি করা হবে। এছাড়াও ভোটের হার বাড়াতে বিশেষ নজর দেওয়া হবে। তিনি এ দিন জানান, এবার গুজরাট বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫১ হাজারের কিছু বেশি। এর মধ্যে প্রায় ৩৪ হাজার রয়েছে গ্রামীণ এলাকায়। নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ৪.৯ লক্ষ ভোটার।
মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের হার বাড়াতে তাঁরা শহুরে মানুষের উদাসীনতাকে লক্ষ্য করে এগোচ্ছেন। মুখ্য নির্বাচন কমিশনার এদিন ভোটের দিন ঘোষণার আগে জানান, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে গুজরাটে নির্বাচনের দিন ঘোষণায় দেরি হয়েছে। এব্যাপারে তিনি মরবিতে ব্রিজ দুর্ঘটনায় প্রায় ১৪০ জনের মৃত্যুর ঘটনা উল্লেখ করেন।