India & World UpdatesHappeningsBreaking News
১৯৫১ না ১৯৭১ নাগরিকত্বের ভিত্তিবর্ষ, সুপ্রিম কোর্টে শুনানি ১৩ ডিসেম্বর
ওয়েটুবরাক, ২ নভেম্বর: আসামে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১ নয়, ১৯৫১ হওয়া উচিত—এই দাবি করে সম্মিলিত মহাসংঘ সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছিল৷ এর পক্ষে-বিপক্ষে আরও বহু পিটিশন জমা পড়ে শীর্ষ আদালত৷ প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক সবগুলিকে একসঙ্গে নিয়ে বিচারের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ একসঙ্গে করার জন্য দুজন নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে৷ তাঁরা পাঁচ সপ্তাহের মধ্যে ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবেন৷ আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷