India & World UpdatesBreaking News

১৮৯ জনকে নিয়ে সাগরে ভেঙে পড়ল ইন্দোনেশীয় বিমান
All 189 aboard crashed Lion Air flight feared dead in Indonesia

২৯ অক্টোবরঃ ১৮৯ জন আরোহী নিয়ে সাগরে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার একটি বিমান। ১৮৯ আরোহীর কেউ বেঁচে নেই বলেই মনে করা হচ্ছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। তবে ওড়ার ১৩ মিনিটের মাথায় পাইলট ফিরে আসার জন্য কন্ট্রোল টাওয়ারের অনুমতি চান। এর পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জাকার্তা থেকে সকাল ৬টা ২০ মিনিটে আকাশে ওড়ে লায়ন এয়ারের ফ্লাইট জেটি ৬১০। ১৩ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযেগ গড়ে ওঠে। এর পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপকূল থেকে ১৫ কিলোমিটার দূরে সাগরে দুর্ঘটনাস্থল থেকে কিছু দেহাবশেষ এবং লাগেজ, বাচ্চাদের জুতা ও আইডি কার্ডের মতো জিনিসপত্র উদ্ধার হয়। বিমানটি সাগরের ৯০ থেকে ১১৫ ফুট গভীরে তলিয়ে গেছে। ফ্লাইটটিতে ২৩ সরকারি কর্মকর্তাসহ ১৮১ জন যাত্রী ছিলেন। এ ছাড়া দুই পাইলট ও ৬ কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে একজন ইতালিয়ান এবং পাইলটদের মধ্যে একজন ভারতীয় ছিলেন। দুর্ঘটনার খবর জানাজানি হতেই বিমানবন্দরের বাইরে ভিড় বাড়তে থাকে।
ইন্দোনেশিয়ার ট্রান্সপোর্ট সেফটি কমিটির প্রধান সোয়েরজান্তো জাহজোনো বলেন, ওড়ার কিছু সময় পরই পাইলট বিমানবন্দরে ফিরে আসার অনুমতি চেয়েছিলেন। তাকে অনুমতি দেওয়াও হয়েছিল। এর পর কী হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের ব্ল্যাকবক্সটি মূল ধ্বংসাবশেষের কাছেই রয়েছে বলে মনে করছেন তিনি। এটি উদ্ধার হলে দুর্ঘটনার কারণ জানা যাবে। দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থার পরিচালক ব্যামবাং সুরিয়ো জানান, আমরা এখনও মূল ধ্বংসাবশেষটি পাইনি। তবে সব দেখে মনে হচ্ছে, আরোহীদের কেউ বেঁচে নেই।

October 29: In a shocking incident, an Indonesian airplane operated by budget airline Lion Air crashed shortly after takeoff at Jakarta’s Soekarno-Hatta airport on Monday, authorities confirmed. The aircraft reportedly crashed just 13 minutes after takeoff, likely into the Java Sea. According to Lion Air, there were a total of 189 people on board, including eight crew members. At least 23 government officials were reportedly among the passengers on the plane, as well as two babies and one older child.

Lion Air said that the aircraft was a passenger plane en route to Pangkal Pinang on a Bangka Island, east of Sumatra. Some 300 people, including police, soldiers and local fishermen are involved in the search. Divers are currently trying to locate the plane’s fuselage which is believed to be lying on the sea floor at a depth of around 35 meters (115 feet). Swedish flight tracking service Flightradar24 reported that the airplane was a Boeing 737 MAX 8 that had been delivered to Lion Air in August. They also wrote on Twitter that “preliminary data show an increase in speed and decrease in altitude at last transmission.”

Captain Bhavye Suneja, a 31-year-old Indian with 6,000 hours of flying experience, was at the controls of the Lion Air jet that crashed into the sea with 189 people on board. He was from Mayur Vihar, Delhi. He was assisted by by co-pilot Harvino. By Monday afternoon, rescuers said it was unlikely that survivors would be found. “I suspect all the passengers are dead,” said Marine Brig. Gen. Bambang Suryo, director of operations for the search and rescue agency.

Last pic of Bhavye Suneja, pilot of the aircraft which he uploaded in social media

The crash on Monday also puts a dent in Indonesia’s aviation industry. Its aviation companies had just been cleared by the European Union earlier this year from its blacklist due to the country making sufficient improvements to raise its safety levels. The ban has been in place since 2007 in the wake of two major accidents involving Garuda and now-defunct Adam Air. The U.S. removed Indonesia from a similar list in 2016.

The fatal incident may also rekindle the ongoing concern that low-cost carriers are unsafe. While budget carriers — which have expanded rapidly in Southeast Asia as more people travel — do cut various costs to keep fares low, strict rules on safety regulations set out by relevant authorities mean they cannot compromise on safety.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker