NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেকের পদযাত্রা
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর: বিরোধী দলের কর্মী ও তাদের কার্যালয়ে একের পর এক হামলার সময়ে ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ সেপ্টেম্বর তিনি আগরতলায় পদযাত্রায় সামিল হবেন। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতা কুণাল ঘোষ শুক্রবার আগরতলায় সাংবাদিকদের বলেন, ত্রিপুরায় শাসক দল বিজেপির অপশাসন, সন্ত্রাস, জনবিরোধী নীতির প্রতিবাদে ওই পদযাত্রা করবে তৃণমূল।
তিনি অভিযোগ করেন, বিজেপি জনগণের সঙ্গে দফায় দফায় প্রতিশ্রুতির খেলাপ করছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে৷ এই সবের প্রতিবাদে জনতাই ১৫-র পদযাত্রাকে ঐতিহাসিক করে তুলবে বলে দাবি করেন কুনাল৷ সিপিএমের যেসব নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন তাদের প্রতিও সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন কুনাল ঘোষ।
তিনি বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের উত্থানে বিজেপি ভয় পেয়ে গেছে। এরা আতঙ্কে, সিপিএম-এর পুরো ভোট না বিজেপি-এর দিকে চলে যায়!
তিনি রাজ্যবাসীকে আশ্বাস দেন, তৃনমূল কোনও সন্ত্রাসের প্রতিযোগিতায় যাবে না। আগরতলা বনমালীপুরস্থিত তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে সাংবাদিক সন্মেলনে কুনাল ঘোষের পাশে ছিলেন তৃণমূলে সদ্য যোগ দেওয়া প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং রাজ্য তৃণমূল নেতা সুবল ভৌমিক।