Barak UpdatesHappeningsBreaking News
১৫৩৪ কুইন্টাল বার্মিজ সুপারি বাজেয়াপ্ত কাছাড়ে, ধৃত ১০
ওয়েটুবরাক, ২৫ এপ্রিল : কাছাড় জেলায় ধরা পড়েছে বার্মিজ সুপারি বোঝাই আটটি লরি। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ সেগুলিকে গুমড়ায় আটকায়। তল্লাশিতে ধরা পড়ে, গোপন চেম্বার বানিয়ে বার্মিজ সুপারি নিয়ে যাচ্ছে এরা। পুলিশ সুপার নোমল মাহাত্তা জানিয়েছেন, বাজেয়াপ্ত সুপারির ওজন ১৫৩৩৮০ কিলোগ্রাম। এগুলির বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। আট লরিচালক সহ মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি দক্ষিণ অসমে। নজমুল হোসেনের বাড়ি পাঁচগ্রামের জানকিবাজারে এবং জহির আহমেদ লস্করের বাড়ি কাটিগড়ার সৈদপুর দ্বিতীয় খণ্ডে। বাকিরা উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থানের বাসিন্দা। মায়ানমার থেকে মিজোরাম ও মণিপুর দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী চোরাপথে ভারতে প্রবেশ করে। পরে অসমকে করিডর করে সুপারি, সিগারেট ইত্যাদি জিনিস ভারতে ছড়িয়ে পড়ে। দুষ্প্রাপ্য জীবজন্তুও রয়েছে পাচার সামগ্রীর তালিকায়।