India & World UpdatesBreaking News
১৩২ জনকে পুলিশ পদকের জন্য অনুমোদন রাষ্ট্রপতির
১৫ আগস্ট : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সশস্ত্র সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর ১৩২ জনকে পুরস্কারের জন্য অনুমোদন জানিয়েছেন। এর মধ্যে একজন বীর চক্র, দু’জনকে কীর্তি চক্র, ১৪ জনকে সূর্য চক্র, ৫ জনকে যুদ্ধ সেবা পুরস্কার এবং ৯০ জনকে সেনা মেডেলের জন্য মনোনীত করা হয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলোর থেকে মোট ৬ জন এ বার রাষ্ট্রপতির পদক পেয়েছেন।
এর মধ্যে মণিপুর পুলিশের ইন্সপেক্টর জেনারেল (হেডকোয়ার্টার) ইলাঙবাম প্রিয়কুমার সিংহ এই পদক পাচ্ছেন। মণিপুরের ৬ ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের সুবেদার মৈরাংথেম ইবোবি সিংও রাষ্ট্রপতি পদকের জন্য মনোনীত হয়েছেন। মেঘালয়ের ডিআইজি (ট্রেনিং) এডিসন রায় মাওথো এবং ডিআইজি (প্রশাসন) সেমিনার সিং কিনজিঙও পাচ্ছেন রাষ্ট্রপতির পদক। মিজোরাম পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট মালসাওমা রয়তে সম্মানজনক রাষ্ট্রপতি পদক পাচ্ছেন। রয়তে মিজোরাম পুলিশের সিআইডি বিভাগে কর্মরত আছেন। ত্রিপুরা থেকে রাষ্ট্রপতির পদক পাচ্ছেন খোয়াই ব্যাটেলিয়নের কমান্ডেন্ট জিতেন্দ্র দেববর্মা।
এ দিকে পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৯ সালের রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন বরাক উপত্যকার সাব-ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম লস্কর। বর্তমানে তিনি হাইলাকান্দি জেলার কালীনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।