India & World UpdatesHappeningsBreaking News
১২ সাংসদের সাসপেন্ড : বিরোধীদের সদন ত্যাগ
৩০ নভেম্বর : সংসদের বর্ষাকালীন অধিবেশনে অশোভন আচরণের শাস্তি হিসেবে সংসদের শীতকালীন অধিবেশনে বিভিন্ন দলের ১২ জন সাংসদকে বরখাস্ত করার বিষয়টি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত হয়ে পড়ে রাজ্যসভা। কংগ্রেস ও ডিএমকে সহ বিরোধী দলের সাংসদরা ১২ সাংসদের সাসপেন্ড প্রত্যাহারের দাবি উত্থাপন করেন। তবে রাজ্যসভার অধ্যক্ষ এম ভেঙ্কাইয়া নাইডু সেই দাবি মেনে নিতে অস্বীকার করেন।
তিনি বলেন, সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকার রাজ্যসভার অধ্যক্ষের রয়েছে। সেই অধিকার বলে ১২ জন সাংসদকে রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অধ্যক্ষের কাছ থেকে এমন জবাব পাওয়ার পর বিরোধী দলের সাংসদরা সদন ত্যাগ করেন। এরপর অধ্যক্ষ দুটো পর্যন্ত রাজ্যসভা স্থগিত রাখার কথা ঘোষণা করেন।
উল্লেখ্য, বর্ষাকালীন অধিবেশনে একাধিক ঘটনার প্রেক্ষিতে ১২ জন সাংসদকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এদের বরখাস্ত করা হয়। বরখাস্ত সাংসদরা হলেন, শিবসেনার প্রিয়ঙ্কা চতুর্বেদী ও অনিল দেশাই, তৃণমূলের দোলা সেন ও শান্তা ছেত্রী, সিপিএমের ইলামারাম করিম, কংগ্রেসের ফুলো দেবী নেটাম, ছায়া বার্মা, রিপুন বরা, রাজামণি প্যাটেল, সৈয়দ নাসির হোসেন, অখিলেশ প্রসাদ সিং এবং সিপিআইয়ের বিনয় বিশ্বম।