Barak UpdatesHappeningsBreaking News

১২টায় বরাকের জলস্তর আরও কমে ১৯.৬৭ মিটার

২৩ মে : নাগাড়ে বৃষ্টি বন্ধ হতেই বরাকের জলও ধীরে ধীরে কমতে শুরু করেছে। সোমবার দুপুর বারোটায় অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তর কমে ১৯.৬৭ মিটার। এখন জল কমছে প্রতি ঘণ্টায় ৪ সেমি করে। গতকাল থেকেই ২ থেকে ৪ সেমি করে নামছে বরাকের জলস্তর। রবিবার রাত বারোটায় বরাক নদীর জলস্তর ছিল ২০.০২ মিটার। এরপর সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নদীর জলস্তর বিপদসীমার নিচে নেমে গেছে। গতকাল রাত ১টার পর এ পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৩০ মিলিমিটার। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৪৮.২০ মিমি।

Rananuj

এ দিকে, বরাকের জল বিপদসীমার নিচে নেমে গেলেও ঘাগরা নদীর জল মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে সকালে স্লুইস গেট খুলে দেওয়ায় মনে করা হচ্ছে, এ বার নদীর জল কমবে। কিন্তু শহর শিলচরের কিছু কিছু জায়গায় জল আবদ্ধ হয়ে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker