Barak UpdatesHappeningsBreaking News
১১, ১২ ও ১৩ মার্চ শিলচরে বরাক বঙ্গের কেন্দ্রীয় অধিবেশন
ওয়েটুবরাক, ৫ মার্চ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৯তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন এবার শিলচরে অনুষ্ঠিত হবে৷ গান, কবিতা, নাটক যাত্রাপালা সহ বিভিন্ন ভাষাগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরা হবে।
আগামী ১১, ১২ ও ১৩ মার্চ শিলচর বঙ্গভবন ও ডাকবাংলো প্রাঙ্গণে হবে ওইসব কর্মসূচি। বরাকের লোকশিল্প মালজোড়া গান, টুসু, ভাদু, জারি সারি সবই থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগরতলা থেকে আসছে নাট্যদল ‘শিল্পীতীর্থ’। তারা নিয়ে আসছেন তাদের জনপ্রিয় নাটক ‘কিপ সায়লেন্স’।
রবীন্দ্রনাথের গান শোনাবেন কলকাতার শিল্পী বিভবেন্দু ভট্টাচার্য। আসছেন বিজ্ঞানী, সুলেখক অধ্যাপক বিমান নাথ। সম্মেলনের উদ্বোধক সাহিত্য আকাদেমির বাংলা বিভাগের পরামর্শদাতা সমিতির প্রাক্তন আহ্বায়ক, বিশ্বভারতীর প্রকাশনা বিভাগের প্রাক্তন সঞ্চালক কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। ত্রিপুরার কবি নকুল রায়, অক্ষর প্রকাশনীর কর্ণধার শুভব্রত দেবও আসছেন। এ ছাড়াও থাকবে সাংস্কৃতিক শোভাযাত্রা, শিশু উৎসব, কবি সম্মেলন, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ইত্যাদি । আসছেন সমাজতাত্ত্বিক বাণীপ্রসন্ন মিশ্র, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরুণ কুমার সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় দেব প্রমুখ।