Where and When?Barak UpdatesCulture
১০ সেপ্টেম্বর গান্ধীভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান
ওয়ে টু বরাক, ৩১ আগস্ট : শিলচর ইয়ুথ কয়্যার, আঙ্গিক সাংস্কৃতিক সংস্থা এবং দীপা মিউজিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে এবং বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সহযোগিতায় ১০ সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটায় গান্ধীভবন প্রেক্ষাগৃহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কলকাতার বিশিষ্টজন সহ শিল্পীরা অংশ নেবেন।
শিলচর ইয়ুথ কয়্যারের সভাপতি তথা আইনজীবী রজত ঘোষ জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত থাকবেন গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বিশিষ্ট লেখক রজত কিশোর দে ও বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্ৰতিষ্ঠাতা সম্পাদক ড.রাধাকান্ত সরকার। এছাড়াও প্রায় ১০ জন অতিথি পশ্চিমবঙ্গ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান সুন্দর ও সার্থক করে তুলতে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে সন্তোষ চন্দ। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদেরও অনুষ্ঠান পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান আয়োজক কমিটির কর্তারা।