Barak UpdatesHappeningsBusinessBreaking News
১০ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার কাম ইন্ডিয়ার সিএমডি
১০ বছর পালিয়ে বেড়ানোর পর পুলিশের জালে ধরা পড়ল কাম ইন্ডিয়া-র চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর মিন্নতউল্লাহ বড়ভুইয়া। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাল রাতে ডিএসপি নয়নমণি বর্মণের নেতৃত্বে পুলিশ তার হাইলাকান্দির বাড়িতে তল্লাশি চালায়। পালানোর সুযোগ মেলেনি।
কাম ইন্ডিয়া এক দশক আগে দক্ষিণ অসম সহ উত্তর-পূর্ব ভারতে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও ভালো ব্যবসা করছিল মিন্নতউল্লাহর সংস্থা। কিন্তু মেয়াদ পূর্তির পরে গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার সময়ে শুরু হয় নানা তালবাহানা। শেষে টাকা ফিরিয়ে নেওয়ার কথা বলে আমানতকারীদের একদিন তার বাড়িতে ডেকে পাঠানো হয়। পরে পেশাদারি গু্ণ্ডা লাগিয়ে তাঁদের পেটানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে মিন্নতউল্লাহ সেই যে বাড়ি ছেড়েছিল, আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। পুলিশ তাকে খুঁজে বে়ড়াচ্ছিল।
আজ গ্রেফতারের কথা জানতে পেরেই আমানতকারীদের অনেকে সন্তোষ প্রকাশ করেন। তার কাছ থেকে আমানতকারীদের সঞ্চিত অর্থ বের করতে পুলিশ কর্তাদের অনুরোধ জানান।