CultureBreaking News
১০ জানুয়ারি দলছুটের অনুষ্ঠান বঙ্গভবনে, থাকছে বিবৰ্তনের নাটক অধরা মাধুরীও
২ জানুয়ারিঃ নতুন বছরে একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতে চলেছে শিলচরের বাংলা গানের দল দলছুট৷ আগামী ১০ জানুয়ারি, রবিবার শিলচর বঙ্গভবন প্ৰেক্ষাঘরে ‘নতুন সালের এক সন্ধ্যা’ শীৰ্ষক অনুষ্ঠানে দলছুটের নিজস্ব কনসাৰ্ট ছাড়াও থাকবে বিবৰ্তন থিয়েটার গ্ৰুপের বহুচৰ্চিত নাটক ‘অধরা মাধুরী’৷ যাবতীয় স্বাস্থ্যবিধি ও কোভিড প্ৰটোকল মেনে দৰ্শকাসনের অৰ্ধেক ক্ষমতায় এদিনকার সন্ধ্যা আয়োজন করা হবে বলে এক প্ৰেস বাৰ্তায় জানিয়েছেন দলছুটের সম্পাদক দিব্যেন্দু সোম৷
বিবৰ্তনের নাটকটি পরিবেশিত হবে সদ্য প্ৰয়াত নাট্যশিপ্লী শ্যামল রায়ের স্মৃতিতে৷ উল্লেখ্য, পয়লাপুল রেস থিয়েটারের সুপরিচিত নাট্য ব্যক্তিত্ব শ্যামল রায় গত মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্ৰয়াত হন৷ তাঁর প্ৰতি শ্ৰদ্ধাৰ্ঘ জানাতে রেস থিয়েটারেরই নাট্যকার ইন্দ্ৰনীল দে-র লেখা ‘অধরা মাধুরী’ মঞ্চস্থ করবে বিবৰ্তন, যে নাটকের নিৰ্দেশনায় রয়েছেন সায়ন বিশ্বাস৷
দলছুট জানিয়েছে, ওইদিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধে সাড়ে পাঁচটা থেকে৷ প্ৰসঙ্গত, করোনার যন্ত্ৰণায় দশ মাসেরও বেশি সময় ধরে প্ৰেক্ষাঘরে অনুষ্ঠান আয়োজন প্ৰায় বন্ধ হয়ে রয়েছিল৷ সম্প্ৰতি, কেন্দ্ৰ সরকার আনলক প্ৰক্রিয়ার মাধ্যমে প্ৰেক্ষাঘরের দরজা খুলে দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য৷ তবে রয়েছে বিভিন্ন বিধিনিষেধ৷ সেই বিধিনিষেধ মেনে শহর শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে৷ তবে এখনও সেই অৰ্থে প্ৰসেনিয়াম থিয়েটার শুরু হয়নি৷ উল্লেখ্য, সরকারি বিধি মেনে বঙ্গভবনের অর্ধেক দর্শাকসনের অর্ধেকের কম ক্ষমতার দর্শক নিয়ে আয়োজন হবে সন্ধ্যাটি।