Barak UpdatesHappeningsBreaking News
১০৫ রোগীর বিনামূল্যে টেস্ট করাল লায়ন্স-লিও শিলচর গ্রেটার
ওয়েটুবরাক, ১ মে : প্রতি মাসের মত এপ্রিলেও লায়ন্স ক্লাব অফ শিলচর গ্ৰেটার এবং লিও ক্লাব অফ শিলচর গ্ৰেটারের যৌথ উদ্যোগে তাদের মাসিক ডায়াবেটিক স্ক্রিনিং ক্যাম্প এবং জেনারেল চেকআপের আয়োজন করা হয়৷ এ মাসের শিবির হয় গতকাল শনিবার, চেংকুড়ি রোড ভকতপুরে। মোট ১০৫ জন রোগীর বিনামূল্যে সুগার এবং হিমোগ্লোবিন টেস্ট করানো হয়। সহযোগিতায় ছিল ‘ড. লাল প্যাথ ল্যাবস’। ডা. নিশান্ত ঠাকুরিয়া এবং ডা. ওয়াই এন সিনহা ( ক্লাব ডাইরেক্টর, লায়ন্স ক্লাব অফ শিলচর গ্ৰেটার) রোগীদের চিকিৎসা করেন। প্রজেক্ট চেয়ারপারসন হিসেবে ছিলেন অনুপ দত্ত এবং কো-প্রজেক্ট চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন অজিত কুমার দেব ও ত্রিবর্ণা দেব।
উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের সভাপতি আনন্দ ঘোষ, সহ-সভাপতি দেবরাজ ধর, সম্পাদিকা লাকি দাস এবং সদ্যপ্রাক্তন সভাপতি অনুপ দত্ত, লিও ক্লাবের সহ-সভাপতি ঋষভ পুরকায়স্থ, স্বরূপ পাল, শুভজিৎ দাস, তাহমিনা আক্তার, মধুমিতা দাস ও সুমিত দাস।