Barak UpdatesHappeningsBreaking News
১০০ মহিলার জবকার্ডের কাজে বড়খলায় প্রাকৃতিক জলাশয় সংস্কার, পানীয় জলের বন্দোবস্ত
ওয়েটুবরাক, ৭ নভেম্বর: বড়খলার গড়েরভিতর প্রথম খণ্ড গ্রামের ১০০ বছরের পুরনো প্রাকৃতিক একটি জলাশয়কে সংস্কার করে ওই এলাকার জনসাধারণকে পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। জল শক্তি অভিযানের অঙ্গ হিসাবে বৃষ্টির জল ধরে রাখার কর্মসূচির অধীনে এই প্রকল্পটির উদ্বোধন করেন শনিবার কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। ১০০ জন মহিলার জব কার্ডে প্রকল্পটি চালু করতে খরচ হয়েছে ৮ লক্ষ ২৫ হাজার টাকা। গড়েরভিতর প্রথম খণ্ড গ্রামে এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জল সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করে জেলাশাসক বলেন, বৃষ্টির জল ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সরকার থেকে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। এছাড়া জল শক্তি অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক জলাশয়কে সংস্কার করে পানীয় জলের বন্দোবস্ত করা হচ্ছে ।
পাশাপাশি ব্যবহৃত জলকে পুনরায় ব্যবহার করার উপযোগী করে তুলতে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। বৃষ্টির জল ধরে রাখার লক্ষ্যে নিবিড় বন সৃজনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জেলাশাসক উল্লেখ করেন। অনুষ্ঠানে ডিডিসি রাজীব রায় এবং সিনিয়র প্ল্যানিং অফিসার রুলি দাওলাগাপু প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত সপ্তাহে উধারবন্দ বিধানসভার অন্তর্গত অনুরূপ একটি প্রকল্পের উদ্বোধন করা হয়।