Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
হ্যানিমেন জয়ন্তী উদযাপনে রবিবার দিনভর কর্মসূচি রাজীব ওপেন ইনস্টিটিউটের
ওয়েটুবরাক, ৭ এপ্রিল : এ বারও হোমিওপ্যাথি চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিমেনের জন্মজয়ন্তী পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে শিলচরের রাজীব ওপেন ইনস্টিটিউট৷ হ্যানিমেন জয়ন্তীর ঠিক প্রাকলগ্নে আগামী ৯ এপ্রিল রবিবার দিনভর কর্মসূচি গ্রহণ করেছে তারা৷ ইনস্টিটিউটে ডাঃ রণেন্দ্র কর স্মৃতিকক্ষে সকাল ১১টায় ডাঃ স্যামুয়েল হ্যানিমেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ তর্পনের মাধ্যমে এর উদ্বোধন হবে ৷ সভাপতিত্ব করবেন আরওআইর ডিরেক্টর পিনাক কান্তি ভট্টাচার্য।
প্রধান অতিথি কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা৷ সম্মানিত অতিথি সুন্দরী মোহন সেবাভবনের প্রধান তথা বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কুমার কান্তি দাস এবং শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বাবুল কুমার বেজবরুয়া৷ বিশেষ অতিথি আরওআইর চেয়ারম্যানঅরিন্দম ভট্টাচার্য। প্রারম্ভিক বক্তব্য রাখবেন আরওআইর হোমিওপ্যাথি বিভাগের প্রধান ডাঃ রাজীব কর৷
উদ্বোধনী পর্বের পর বেলা বারোটায় শুরু হবে বিজ্ঞান সভা৷ প্রথম পর্যায় দুপুর ১২টা থেকে৷
মুখ্য বক্তাঃ কলকাতা থেকে আগত অধ্যাপক ডাঃ শ্রীকান্ত চৌধুরী ৷ তাঁর নির্ধারিত বিষয় ‘কার্সিনোসিন, আর্সেনিক অ্যালবাম এবং পঞ্চাশ সহস্রতমিক ঔষধের প্রয়োগ।’
বেলা ৩টেতে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞান সভা৷ এই পর্বে শ্রীকান্ত চৌধুরী বলবেন রোগী দেখার কৌশল ও প্যাথলজি সহযোগে কেস-টেকিং। এই পর্বে আরও দুইজন
বক্তা থাকবেন ৷ তাঁরা হলেন ডাঃ দেবাংশু ব্যনার্জি ও ডাঃ সুবিনয় দেব।
হোমিওপ্যাথি বিভাগের প্রধান ডা. কর জানিয়েছেন, এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ডাঃ অরূপ সরকার, ডাঃ উৎপল পাল, ডাঃ আব্দুস শাহীদ ও ডাঃ গৌতম আচার্যকে নিয়ে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালন উপ সমিতি গঠন করা হয়েছে৷