Barak UpdatesHappeningsBreaking News
হোলির দিনে স্কুল, ক্ষুব্ধ এলাকাবাসী
ওয়েটুবরাক, ২১ মার্চ : হোলির দিনে স্কুল। এ নিয়ে অভিভাবক সহ এলাকাবাসী ক্ষুব্ধ। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব হোলি উপলক্ষে শনিবার স্থানীয় ছুটি ঘোষণা করলেও তা মানতে চাননি করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীনে থাকা ১১১৩ নং বালিদাড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক। শনিবার হোলির দিনে স্কুল খোলা রাখেন তিনি। ক্ষুব্ধ স্থানীয় জনতা সহ একাংশ অভিভাবক প্রধানশিক্ষক আব্দুল নুরের কাছে এ ব্যাপারে আপত্তি জানান৷ তিনি কোনও কথা শুনতে রাজি না হলে একসময় উত্তেজনা দেখা দেয়৷ প্রায় আধ ঘন্টা তালাবন্ধ করে রাখা হয় প্রধান শিক্ষককে। সেখান থেকে ফোনে যোগাযোগ করা হয় জেলা শিক্ষাধিকারিক খাইরুল ইসলাম হাজারির সঙ্গে। অভিভাবকদের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিহীত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
প্রধান শিক্ষক আব্দুল নূর জানান, বিভাগীয় তরফে তাঁর কাছে কোন নির্দেশ আসেনি। তাই তিনি স্কুল খোলা রেখেছিলেন৷