Barak UpdatesHappeningsBreaking News
হিমাশিস ভট্টাচার্য পাচ্ছেন সাহিত্য পুরস্কার, মহুয়া চৌধুরীকে সাহিত্য পেনশন

ওয়েটুবরাক, ৫ ডিসেম্বরঃ বিশিষ্ট গল্পকার ড. হিমাশিস ভট্টাচার্যকে সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বরাক উপত্যকা থেকে মোট দুইজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আরেকজন হলেন শ্রীভূমি জেলার ব্রজগোপাল সিনহা।
সেইসঙ্গে সাহিত্য পেনশনের জন্য বেছে নেওয়া হয়েছে শীলা মহন্ত ওরফে মহুয়া চৌধুরীকে। এ বার সাহিত্য পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, তঁদের মধ্যে সর্বাধিক রয়েছেন কামরূপ মেট্রো জেলার আটজন। তারা হলেন ডিম্বেশ্বর শইকিয়া ওরফে অনুভব তুলসী, ড. রামচন্দ্র ডেকা, পরিতোষ তালুকদার, ইলিজা শর্মা, সরনন দেওরী, খর্গেশ্বর ভূঞা, ড. জগদীন্দ্র রায়চৌধুরী ও বিষ্ণু ডেকা।