NE UpdatesHappeningsBreaking News
হিমন্ত কী বলতে চান, সোনোয়াল অযোগ্য? প্রশ্ন কংগ্রেস পর্যবেক্ষকের
৬ নভেম্বর : সর্বানন্দ সোনোয়াল ও হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে সম্পর্কটা কেমন? কোথাও কি দুইজনে বিরোধ বাঁধে না? কেন সোনোয়াল সব ইস্যুতেই নীরব থাকেন? আর হিমন্ত প্রতিদিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রতি তিন মিনিটে একটা টুইট করেন? ওই সব প্রশ্নকে সামনে রেখেই বিষয়টিকে একটু বাজিয়ে নিতে চাইলেন এআইসিসির রাজ্য পর্যবেক্ষক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ৷
শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে দুইজনকে নিয়ে আলোচনায় মেতে ওঠেন এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ৷ পাঁচদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে সভা-সমিতি করেন৷ বলেন, অভিজ্ঞতা মোটেও ভাল নয়৷ যেখানে গিয়েছেন, সেখানেই শুনেছেন, সম্প্রদায়ের নামে, ধর্মের নামে অসমকে টুকরো করার চেষ্টা চলছে৷ তাঁর অভিযোগ, মাফিয়া ট্যাক্স, সিন্ডিকেটের দৌলতে জিনিসপত্রের দাম বাড়ছে৷ মধ্যবিত্তদের কোমর ভেঙে গিয়েছে৷ ঋণজ্বালায় এক পরিবারের ৫ জন আত্মহত্যা করেছেন৷ মা-বোনেরা সুরক্ষিত নন৷
এ সবের কারণ খুঁজতে গিয়েই জিতেন্দ্র সিংহ বলেন, ‘হবে না! মুখ্যমন্ত্রী কোথায়! সর্বানন্দ সোনোয়াল তো কথাই বলেন না৷’ সেজন্য সরাসরি তিনি মুখ্যমন্ত্রীকে অযোগ্য বলতে চাননি৷ আবার হিমন্তকে জড়িয়ে সে কথাই শুনিয়ে দেন৷ এআইসিসি নেতা বলেন, ‘কী বলতে চান হিমন্ত? সোনোয়াল অযোগ্য? তিনি সুপার সিএম?’