Barak UpdatesHappeningsBreaking News
হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বললেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা
ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বরঃ অনেকেই লোকদেখানো ধর্মাচরণ করেন, ব্যক্তিজীবনে ধর্ম পালন করেন না। আজ বৃহস্পতিবার শিলচর মালিনীবিলে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বললেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্ব প্রধান স্বামী সাধনানন্দ মহারাজ। এ দিন হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন এবং বৈদিক শান্তি যজ্ঞের আয়োজন করে ভারত সেবাশ্রম সংঘ। সেখানে প্রধান বক্তার ভাষণে সাধনানন্দ মহারাজ স্বামী প্রণবানন্দকে উদ্ধৃত করে বলেন, ধর্ম মানে হল ত্যাগ, সংযম, সত্য। দুষ্ট-দুর্বৃত্তদের প্রতিরোধ করে সমাজের মঙ্গল করাও ধর্মই। ভিন্ন ধর্মের মানুষদের সংখ্যা বাড়ছে, শক্তি বাড়ছে, এ ব্যাপারে সতর্ক করে দিয়ে সাধনানন্দ মহারাজ হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের গয়া শাখার সচিব স্বামী ধ্যানেশানন্দ মহারাজ। তিনিও তাঁর বক্তৃতায় হিন্দু সংহিতর ওপর জোর দেন। বলেন, হিন্দুরা বসুধৈব কুটুম্বকম বলে সবাইকে আত্মীয় করে নেয়। শুধু নিজেরা এক হতে পারেন না। এ যে খুব জরুরি, তা বোঝাতে তিনি নানা ্প্রেক্ষাপট তুলে ধরেন।
আরএসএস প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে, বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, কবি অতীন দাশও হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনে বক্তৃতা করেন। পরে হয় শান্তি যজ্ঞ।