NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হিংসা বিধ্বস্ত মণিপুর, উদ্বাস্তুদের জন্য আশ্রয় শিবির লক্ষীপুরে
ওয়েটুবরাক ৫ মে : হিংসাবিধ্বস্ত মণিপুর থেকে আশ্রয়ের খোঁজে আসামের কাছাড় জেলায় আসা অব্যাহত রয়েছে ৷ জেলাশাসক রোহন কুমার ঝা শুক্রবার লক্ষ্মীপুর মহকুমা অফিসে বসে বলেন, ১১০০ লোক জলপথে জিরি নদী পেরিয়ে কাছাড়ে এসেছেন৷ কাছাড় জেলা প্রশাসন উদ্বাস্তুদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে।
জোড়খা মার নিম্ন প্রাথমিক বিদ্যালয়, মিরপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, ফুলেরতল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কে. বেথেল প্রাথমিক বিদ্যালয় সহ লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ডিসি বলেন, প্রথমছ দুই দিনের জন্য রেশন বরাদ্দ হয়েছে এবং প্রয়োজনে আরও রেশন দেওয়া হবে। সীমান্ত এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ, এই দাবি করে তিনি প্রতিবেশী মণিপুরের অশান্তি সম্পর্কিত কোনও গুজব না ছড়ানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেন।
কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তাও সাংবাদিকদের বলেন, কাছাড় -মণিপুর সীমান্তের প্রতিবেশী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷