NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

হাফলঙ ছাড়িয়ে ট্রেন যাবে ফাইডিঙ পর্যন্ত

ওয়েটুবরাক, ১ জুলাই : শিলচর থেকে হাফলং হয়ে ট্রেন যাবে ফাইডিং পর্যন্ত৷ বৃহস্পতিবারই চালু হয়েছিল শিলচর ও নিউ হাফলঙের মধ্যে চলাচলকারী একজোড়া ট্রেন৷ এর ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেল ট্রেনটিকে মাইগ্রেনডিসা, মাহুর হয়ে ফাইডিং পর্যন্ত এগিয়ে দিতে সক্ষম হয়েছে৷  আগামী শনিবার থেকে পূর্ব সুচি অনুসারেই সকাল ৭টা ২০ মিনিটে বিশেষ ট্রেনটি শিলচর থেকে রওয়ানা হবে৷ হাফলং পৌঁছাবে ১১টা ৩০ মিনিটে৷ বেলা ১২টা ৫০ মিনিটে গিয়ে দাঁড়াবে ফাইডিং স্টেশনে৷

আবার দুপুর ২টা ২০ মিনিটে ফাইডিং থেকে একটি ট্রেন শিলচরের উদ্দেশ্যে রওনা হবে৷ সাড়ে ৩টায় হাফলংয়ে পৌঁছে রাত সাড়ে ৮টা শিলচরের প্ল্যাটফর্ম স্পর্শ করবে৷ ধস বিপর্যস্ত পাহাড়লাইন দেড় মাসে ফাইডিং পর্যন্ত সচল করে তোলাকে রেলকর্মীরা বড় সাফল্য বলেই মনে করছেন৷ মানুষও পাহাড় লাইনে ফের ট্রেন চলতে পেরে অত্যন্ত আবেগাপ্লুত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker