HappeningsBreaking News
হাফলঙে গুলি কাণ্ডে ধৃত ২
১ ডিসেম্বরঃ বিবাদ চলছিল বেশ কিছুদিন থেকে। সবাই ভাবছিলেন, ওইসব মিটে গিয়েছে। শনিবার বিকেলে প্রমাণ মিলল আদৌ কিছুই মেটেনি। হাফলঙে সুপারি দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হল সাপ্লাই ইন্সপেক্টরকে। পরিকল্পনামতোই আচমকা অফিসে ঢুকে তাঁকে গুলি চালায় ভাড়াটে দুষ্কৃতী। গুরুতর জখম হন খাদ্য ও অসামরিক গণবণ্টন বিভাগের ইন্সপেক্টর রূপম ডিব্রাগাডে। পুলিশ জানিয়েছে, ভাড়াটে শ্যুটারকে খুঁজে পাওয়া যায়নি। তবে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পিস্তলটিও।
দিনদুপুরে অফিসে ঢুকে গুলিচালনার পরই তদন্তে নামেন খোদ পুলিশ সুপার প্রশান্ত শইকিয়া। সমস্ত সূত্র ব্যবহার করে জানতে পারেন বাবু ছেত্রী ও ইবুইম কোয়ামের সঙ্গে রূপমের বিবাদ বেঁধেছিল একবার। তাও বেশ কিছুদিন আগে। ছেত্রী এক রেশন দোকানের মালিক। কোয়ামেও বিভিন্ন কাজে খাদ্য ও গণবন্টন বিভাগের জড়িয়ে রয়েছে। জেরায় তারা জানায়, রূপমকে তারা কিছুতেই সইতে পারছিল না। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। সে জন্য এক লক্ষ টাকায় লামডিঙের এক শ্যুটারকে ভাড়া করা হয়েছিল। ডিআইজি দেবরাজ উপাধ্যায় জানিয়েছেন, এইটুকু যেহেতু জানা গিয়েছে, ভাড়াটে শ্যুটারও পালিয়ে বাঁচতে পারবে না। তিনি বলেন, রূপমের চিকিতসা চলছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে।
English text here